কলকাতা বিভাগে ফিরে যান

এই প্রথম দূষণবিহীন দুর্গা প্রতিমা বিসর্জন, নজির গড়ল কলকাতা পুরসভা

October 16, 2021 | 2 min read

এই প্রথম দূষণবিহীন দুর্গা প্রতিমা বিসর্জন (Pollution Free immersion of Goddess Durga) করে নজির গড়ল কলকাতা পুরসভা (Kolkata Corporation) । পুরসভা সূত্রে জানা গেছে গতকাল অর্থাৎ দশমীর দিন কলকাতার মোট ১৭টি ঘাটে বিসর্জন হয়েছে। রাত ৮টা পর্যন্ত মোট ১১০০ প্রতিমা নিরঞ্জন হয়েছে। প্রতি বছর বিজয়া দশমীর দিন দেখা যায় প্রায় ২৯০০ মতো প্রতিমা বিসর্জন হয়। কিন্তু এইবছর সেটা তুলনামূলক অনেকটাই কম।

এই বছর প্রথম হোস্ট পাইপ দিয়ে প্রতিমা গলিয়ে প্রতিমা বিসর্জন হয়েছে । আর এই নতুন উদ্যোগে কার্যত নজির গড়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। দই ঘাটে (Doi Ghat) প্রথম দিনেই মোট ১০ প্রতিমা এই হোস্ট পাইপ দিয়ে গলানো হয়েছে। কলকাতা পুরসভার অভিনব এই উদ্যোগকে সাফল্য জানিয়েছেন মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেছেন, “আমাদের কাছে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। যে কারণে আমরা গঙ্গার জল দূষণ হতে দিচ্ছি না। গঙ্গার জলে যে ফুল বা পরিকাঠামো পড়ে থাকছে সেগুলো দ্রুত তুলে ফেলা হবে। ”

দশমীর দিনে বিসর্জন পরিস্থিতি খতিয়ে দেখতে সবকটি ঘাট ঘুরে দেখেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিষ কুমার জানিয়েছেন, “কলকাতা পুরসভায় গত কয়েক বছর যাবত এই ধরনের দূষণ মক্ত বিসর্জনের চেষ্টা করছে। হোস্ট পাইপ দিয়ে প্রতিমা গলানো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এইবছর তার বাস্তবায়ন আমরা করতে পেরেছি। মানুষ যে এই বিষয়টিকে অত্যন্ত সহজভাবে গ্রহণ করেছেন তার জন্য আমরা আপ্লুত।’

এদিকে আজ একাদশীর দিনেও অনেক প্রতিমা বিসর্জন হবে। তাই আজকেও বিসর্জন ঘিরে কড়া ব্যবস্থা রয়েছে ঘাটগুলিতে। রয়েছে লাইফ সেভিং বোট, স্পিড বোট, জেটস্কিতে নজরদারির ব্যবস্থা। নজরদারির দায়িত্বে রয়েছে রিভার ট্রাফিক পুলিশ। তৈরি করা হয়েছে ডিএমজি-র বিশেষ রেসকিউ টিম। প্রতি টিমে স্কুবা ডাইভিং সেট-সহ ৫ বিশেষ প্রশিক্ষিত ডিএমজি-র ডুবুরি। বাগবাজার, নিমতলা, বাজে কদমতলা ঘাট, গোয়ালিয়র ঘাটে দুটো করে মোট আটটা ডিএমজি টিম থাকছে। দুর্গা প্রতিমা বিসর্জন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন জয়েন্ট সিপি। ১৫ থেকে ১৮ অক্টোবরের মধ্যে সমস্ত দুর্গা প্রতিমা বিসর্জন দিতে হবে, নবান্ন থেকে এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ganga, #KMC, #Durga Puja Immersion, #Immersion

আরো দেখুন