রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি-র বিরুদ্ধে মহারাষ্ট্রে সরকার ফেলার চক্রান্তের অভিযোগ উদ্ধব ঠাকরের

October 16, 2021 | 2 min read

বিজেপি-র বিরুদ্ধে মহারাষ্ট্রে সরকার ফেলার চক্রান্তের অভিযোগ তুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পাশাপাশি, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘বাংলার পথেই বিজেপি-র মোকাবিলা করবে মহারাষ্ট্র।’’

মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে মাদক উদ্ধার এবং শাহরুখ-তনয় আরিয়ান খানের গ্রেফতারি বিজেপি-র চক্রান্তের অংশ বলেই অভিযোগ শিবসেনা প্রধান উদ্ধবের। নরেন্দ্র মোদী-অমিত শাহদের তাঁর চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘‘ক্ষমতা থাকলে আমার সরকার ফেলে দেখান।’’

সেপ্টেম্বরে আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে প্রায় ৩,০০০ কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ১৯ হাজার কোটি টাকা। সেই প্রসঙ্গ তুলে উদ্ধবের প্রশ্ন, ‘‘মাদক কি শুধু মহারাষ্ট্রে উদ্ধার হচ্ছে?’’ মহারাষ্ট্র পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে ১৫০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে বলে জানিয়ে উদ্ধব আরিয়ান-কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র ভূমিকা নিয়ে খোঁচা দেন। তিনি বলেন, ‘‘আপনাদের (কেন্দ্র) সংস্থা এক চিমটে গাঁজা উদ্ধার করে, আমাদের পুলিশ দেড়শো কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে। আপনারা তো খ্যাতনামীদের ধরে ছবি তুলতেই উৎসাহী।’’

শুক্রবার রাতে নাগপুরে দশেরা উৎসবে ওই বক্তৃতায় বিজেপি-র বিরুদ্ধে মহারাষ্ট্রকে অপমান করার অভিযোগ তুলে উদ্ধব বলেন, ‘‘আপনারা মুম্বই পুলিশকে মাফিয়া বলেন! উত্তরপ্রদেশ পুলিশকে কী বলবেন?’’

উদ্ধবের দাবি, বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস-এনসিপি-র সঙ্গে হাত মেলানোর কারণেই শিবসেনাকে কোণঠাসা করতে সক্রিয় হয়েছে বিজেপি। তিনি বলেন, ‘‘আমরা যখন আপনাদের সঙ্গে ছিলাম তখন ভাল ছিলাম! ইডি-কে (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ব্যবহার না করে সামনা-সামনি লড়ুন। অনেক চক্রান্তের পরেও আমাদের সরকার দু’বছর পূর্ণ করতে চলেছে।’’


মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস শনিবার উদ্ধবের অভিযোগ খারিজ করে বলেন, ‘‘আমরা সরকার ফেলার জন্য কোনও চক্রান্তে করিনি। হতাশা থেকেই এমন কথা বলেছেন উদ্ধব।’’ পাশাপাশি, উদ্ধবের ‘বাংলা মডেল’ সম্পর্কে দেবেন্দ্রর মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, মহারাষ্ট্র পশ্চিমবঙ্গকে অনুসরণ করবে। মানে উনি বাংলার মতোই বিরোধীদের খুন করাতে চান। বিজেপি মহারাষ্ট্রকে বাংলা হতে দেবে না।’’

প্রসঙ্গত, গত বছর অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক-চক্রের বিরুদ্ধে এনসিবি-র ‘তৎপরতা’ শুরুর পরেও উদ্ধব শিবির অভিযোগ তুলেছিল, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারকে ফেলার চক্রান্ত করছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Congress, #bjp, #maharastra, #Uddhav Thackeray, #Shiv Sena

আরো দেখুন