দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচেও জয়, আইএসএল এর আগে সাবলীল ইস্টবেঙ্গল

লাল-হলুদের হয়ে গোল দুটি করেন আমির দেরভিসেভিচ এবং সৌরভ দাস।

October 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রথম প্রস্তুতি ম‍্যাচের পর দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচেও জয় পেল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। শনিবার সকালে সালগাওকার এফসিকে ( Salgaocar Fc) ২-০ গোলে হারাল মানোলো ডিয়াজের দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন আমির দেরভিসেভিচ এবং সৌরভ দাস।

ম‍্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লাল-হলুদ মিডফিল্ডার আমির দেরভিসেভিচ। পেনাল্টি আদায় করেন আরেক বিদেশি টমিস্লাভ মার্সেলো। সালগাওকরের বিরুদ্ধে দুই বিদেশিকে মাঠে নামান লাল-হলুদ কোচ। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আমিরের জায়গায় নেমে ব্যবধান বাড়ান সৌরভ দাস। মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল করেন সৌরভ। ৬৫ মিনিটে প্রায় একক দক্ষতায় গোল করেন তিনি। এরপর বেশ কিছু আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। তবে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় তারা। এদিন ম‍্যাচে লাল-হলুদের তিনকাঠির নিচে অরিন্দম ভট্টাচার্যকে খেলান ডিয়াজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen