দিনহাটা উপনির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন, একঝাঁক নেতা কর্মীর যোগদান তৃণমূলে

এর আগে গতকাল শনিবার দিনহাটায় বড়সড় ভাঙনের মুখে পড়েছিল গেরুয়া শিবির।

October 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোচবিহারের দিনহাটা উপনির্বাচনের আগে বড়সড় ভাঙন বিজেপিতে। আজ, রবিবার দিনহাটায় বিজেপির জেলা সম্পাদক সুদেব কর্মকার তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এছাড়া ২৫ নম্বর মণ্ডল সভাপতি মৃদুল ইসোর সহ বিভিন্ন সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার একঝাঁক নেতা সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেন। রবিবার দুপুরে শহিদ কর্নার এলাকায় সুভাষ ভবনে বিজেপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী পরেশ অধিকারী। ওই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

এর আগে গতকাল শনিবার দিনহাটায় বড়সড় ভাঙনের মুখে পড়েছিল গেরুয়া শিবির। শনিবার দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চাকলাটারি গ্রামে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগদান করে প্রায় ২৬৫ পরিবার। বিজেপি ছেড়ে পরিবারগুলো তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen