রাজ্যের ১১ জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে হলেও, কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ

তবে সার্বিকভাবে কিছুটা কমেছে সংক্রমণের হার (পজিটিভিটি রেট)। সেইসঙ্গে রাজ্যের ১১ টি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে আছে।

October 18, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

নমুনা পরীক্ষা বাড়তেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গে একলাফে বাড়ল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। তবে সার্বিকভাবে কিছুটা কমেছে সংক্রমণের হার (পজিটিভিটি রেট)। সেইসঙ্গে রাজ্যের ১১ টি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে আছে।

রবিবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সকাল ন’টা পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৮০,৫৩০। শেষ ২৪ ঘণ্টায় ৬২৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার সেই সংখ্যাটা ছিল ৪৪৩। শনিবারের তুলনায় রবিবার নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। শনিবারের বুলেটিন অনুযায়ী, ১৯,০১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। রবিবার তা দাঁড়িয়েছে ২৭,১৪৮।

তারইমধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যাটা যে বেড়েছে, তা মূলত কলকাতা এবং উত্তর ২৪ পরগনার জন্য। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ১৭৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার সেই সংখ্যাটা ছিল ১০৮। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আবার ১০০ ছাড়িয়ে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ১২৮ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা ছিল ৯১। দশের নীচে দৈনিক আক্রান্তের হদিশ মিলেছে কালিম্পং (এক), ঝাড়গ্রাম (দুই), আলিপুরদুয়ার (দুই), উত্তর দিনাজপুর (দুই), পুরুলিয়া (দুই), মুর্শিদাবাদ (পাঁচ), বাঁকুড়া (ছয়), দক্ষিণ দিনাজপুর (ছয়), জলপাইগুড়ি (ছয়), বীরভূম (ছয়) এবং মালদহে (সাত)।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যাও। শনিবার রাজ্যে ১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। রবিবারের বুলেটিন অনুযায়ী, সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪। কলকাতায় চারজন, উত্তর ২৪ পরগনা তিনজন, নদিয়ায় তিনজন, হুগলিতে দু’জন এবং কলকাতায় একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৮,৯৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে (১.২ শতাংশ)।

তারইমধ্যে স্বস্তি দিয়েছে সুস্থ রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় ৬৩৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তার ফলে রাজ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৫৪,১৩২ (৯৮,৩৩ শতাংশ)। আর শেষ ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪ কমে দাঁড়িয়েছে ৭,৪২১।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen