দেশ বিভাগে ফিরে যান

‘নরেন্দ্র মোদীর পাশে আছি’, ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা ট্রাম্পের

May 16, 2020 | < 1 min read

ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে আমেরিকাকে ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ পাঠিয়েছিল ভারত। সম্ভবত এটা তারই প্রতিদান। মহামারীর মাঝে বন্ধুত্বের বার্তা দিয়ে ভারতে ভেন্টিলেটর দান করছে আমেরিকা।

ট্যুইটেই সেই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ট্যুইটারে ট্রাম্প লিখেছেন, ”আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমেরিকা ভারতকে ভেন্টিলেটন অনুদান হিসেবে দিচ্ছে। এই মহামারীতে আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি। ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রেও আমরা সাহায্য করব। আমরা একসঙ্গে অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে লড়াইতে জয়ী হব।’

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন নামের একটি ওষুধ, যা করোনা ভাইরাসে কার্যকর হতে পারে বলে দাবি করেন গবেষকরা, সেটা চেয়ে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প।

এরপরই মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, “আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়ন এর থেকেও বেশি। বেশিরভাগটাই ইতিমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদী ভীষণ ভালো মানুষ।”

ট্রাম্পের অনুরোধে ভারত ৩৫.৮২ লক্ষ ট্যাবলেট পাঠিয়েছে। সঙ্গে ৯ মেট্রিক টন ওষুধ তৈরির সামগ্রীও পাঠানো হয়েছে।

এদিকে, সরাসরি চিনের সঙ্গে সবরকম সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Donald Trump, #ventilator

আরো দেখুন