গোয়ায় তৃণমূলে নাম লেখালেন প্রায় ২০০ জন কংগ্রেস কর্মী
উত্তর-পূর্বের রাজ্য দখলের পরে, এবার তৃণমূলের নজরে দেশের পশ্চিমাঞ্চল । ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ গোয়ার এক ঝাঁক নেতা এবং বিশিষ্ট জনেরা তৃণমূলের খাতায় নাম লিখিয়েছেন। এবার গোটা ভালপোই কংগ্রেস ব্লক তৃণমূলে যোগদান করল। প্রায় ২০০ জন প্ৰাক্তন কংগ্রেস কর্মী নাম লেখান তৃণমূলের খাতায়।
তৃণমূল কংগ্রেস শিবির সূত্রে খবর, আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটাতে তৎপর তারা। আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট। সেখানেই আসন দখলের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যেই চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই গোয়া যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ডেরেক’ও ব্রায়ান সেখানে ঘাঁটি গেড়ে আছেন ৷ একাধিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেছেন। ২০১৭ সালের বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ১৭টি আসন। বিজেপি জিতেছিল ১৩টি আসন। যদিও রাজনৈতিক পালাবদলের পরে, বিজেপি সরকার গঠন করে। এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস।
বিজেপির একমাত্র শক্তিশালী বিরোধী যে মমতা বন্দ্যোপাধ্যায়ই তা বোঝাতে পশ্চিমের রাজ্যে এবার সংগঠন গড়তে চলেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরেই জানিয়েছিলেন, যেখানে যাবেন সেখানে একটি বা দুটি আসন পাওয়া লক্ষ্য নয়। আসলে তারা চাইছেন পাকাপোক্ত সংগঠন গড়ে তুলতে।
ইতিমধ্যেই তৃণমূল সেই কাজ শুরু করেছে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে। এবার সেই কাজই তারা শুরু করবে গোয়ায়।