দেশ বিভাগে ফিরে যান

বাড়ছে বিড়ি সিগারেটের দাম? আরও কর চাপানোর কথা ভাবনা কেন্দ্রের

October 20, 2021 | < 1 min read

সিগারেট (cigarette), বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম কি আরও বাড়বে? সম্প্রতি তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল। তামাকজাত দ্রব্যের উপর আরও কর চাপাতে পারে কেন্দ্র সরকার। সূত্রের খবর, কর নীতি স্থির করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ করা হবে, তাতেই সিগারেট বিড়ির উপর কর বাড়িয়ে দেওয়া হতে পারে। কর বৃদ্ধি নিয়ে সুপারিশ করবে কেন্দ্রের এই বিশেষজ্ঞ কমিটি।

তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই এর উপর কর চাপানো হয়ে থাকে ভালভাবেই। ২৮ শতাংশ জিএসটি ছাড়াও বাড়তি সেস চাপানো হয় তামাকজাত দ্রব্যের উপর। এভাবে কর চাপিয়ে দাম বাড়িয়ে দেওয়া হলেও কিন্তু সিগারেট বিড়ি কেনা কমছে না। দাম দিয়েই তামাকজাত দ্রব্য কিনছেন মানুষ।

কেন্দ্র সূত্রের খবর, ভারতে তামাকজাত দ্রব্যের উপর যা কর চাপানো হয় তা আন্তর্জাতিক মানের তুলনায় যথেষ্ট কম। বিদেশের বাজারে আরও বেশি কর চাপানো হয়ে থাকে এই সমস্ত পণ্যের উপর। অন্তত ৭৫ শতাংশ কর চাপানোর সুপারিশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কিন্তু তত কর এখনও চাপানো হয়নি। তাই তামাকজাত দ্রব্যের কেনাবেচাতেও লাগাম লাগেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cigarettes, #Tax, #Bidi

আরো দেখুন