গোয়া তৃণমূলে যোগ দিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়া রাঠোর
কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই গোয়ায় তৃণমূলের সংগঠন চাঙ্গা করার কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত। দুর্গা পুজোর আগে থেকেই গোয়াতে কার্যত ঘাঁটি গেড়ে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন নিজে।
এবারে তৃণমূলে যোগ দিলেন গোয়ায় কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়া রাঠোর। গোয়ার প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি। প্রিয়া রাঠোর বলেন, দেশের মধ্যে তৃণমূল হলো একমাত্র রাজনৈতিক দল যেখানে সংসদীয় রাজনীতিতে ৪১ শতাংশ মহিলার প্রতিনিধিত্ব রয়েছে। কংগ্রেস এখনো পর্যন্ত পরিকল্পনা করছে উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচন থেকে ৪০ শতাংশ মহিলাদের প্রতিনিধিত্ব করার জন্য। মমতা দিদির নেতৃত্বেই ভারতে নারী শক্তির পুনরুজ্জীবন ঘটেছে।
গোয়াতে ভালপোই ব্লকের সম্পূর্ণ কংগ্রেস ব্লক কমিটি আনুষ্ঠানিকভাবে যোগ দিল তৃণমূলে। সেইসঙ্গে আরও ২০০ কংগ্রেস কর্মী ও নিচু স্তরের নেতৃত্ব মমতার তৃণমুলকেই প্রকৃত কংগ্রেস বলে অভিহিত করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিল।