← স্বাস্থ্য বিভাগে ফিরে যান
করোনার ভ্যাকসিন তৈরীর দাবি করল ইতালি
তৈরী হয়ে গেছে করোনার ভাইরাস। এমনই দাবি করলেন ইতালির গবেষকরা। ইঁদুরের ওপর ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিন। তাতে সুফল মিলেছে। বিজ্ঞানীদের দাবি এই ভ্যাকসিনের অ্যান্টিবডি মানব কোষেও কাজ করবে। যা করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম।
রোমের ল্যাজেরো স্প্যালোনজানি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিসের গবেষকরা এই ভ্যাকসিনটি তৈরী করেছেন। বাজারে এর বিপনন করবে টকিজ নামের একটি সংস্থা। গবেষকরা জানিয়েছেন, গ্রীষ্ম চলে গেলেই মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
ইতালি ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ ভ্যাকসিন তৈরীতে গবেষনা চালাচ্ছে। তালিকায় রয়েছে ইজরায়েল, আমেরিকা, চিন, ব্রিটেন, ভারত। ইজরায়েল, আমেরিকা, চিন প্রতিষেধক তৈরীর বিষয়ে প্রায় নিশ্চিত। হু জানিয়েছে চিন চারটি ভ্যাকসিন মানব দেহে প্রয়োগ করে পরীক্ষা চালাচ্ছে।