← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
২৪-২৭ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার উত্তরবঙ্গে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। চার দিন তিনি সেখানে থাকবেন বলে খবর। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার কথা মমতার।
সূত্রের খবর, আগামী সোমবার, ২৫ অক্টোবর, জলপাইগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা তাঁর। মঙ্গল ও বুধবার কার্শিয়াং যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে তিনি কলকাতা ফিরে আসবেন বলে সূত্রের খবর।