“লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নাই” উপনির্বাচনের প্রচারে নতুন স্লোগান দেবাংশুর
“লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই”। এভাবেই দিনহাটা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী নির্বাচনী প্রচারে এসে এমনটাই বক্তব্য রাখলেন রাজ্য তৃণমূল এর মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। কার্যত দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেন দেবাংশু। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রমাগত মূল্য বৃদ্ধি নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, “৩ টাকার বিস্কুট খাওয়া চাওয়ালা এখন তিন লক্ষ টাকার স্যুট পড়ে ঘুরে বেড়াচ্ছে, কেন লক্ষ টাকা কেজি দরের মাশরুম খাচ্ছে, আর আপনারা রান্নার গ্যাসের ভর্তুকি পর্যন্ত পাচ্ছেন না, তাহলে কেন ভোট দেবেন??”
এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিককে কড়া ভাষায় কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, সাধারণ মানুষের থেকে বেইমানি করেছে নিশীথ প্রামানিক। মানুষের কাছে উত্তর দেওয়ার কিছু নেই তাই তিনি পালিয়ে গেছেন দিল্লিতে। খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তিনি দিনহাটার ভোটারদের কাছে আবেদন করেন, বিজেপি ভোট চাইতে আসলে সবার আগে তাদের প্রিয় সাংসদ কোথায় আছে জিজ্ঞাসা করবেন, আরও জিজ্ঞাসা করবেন তিনি কেন মানুষের সাথে বেইমানি করলেন। উত্তর পেলে তবেই ভোট দেওয়ার কথা ভাববেন।
এদিন দিনহাটার খর খরিয়া স্কুলের মাঠে দেবাংশু ভট্টাচার্য এর সাথে উপস্থিত ছিলেন, যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী, দিনহাটার যুব নেতৃত্ব সাব্বির সাহা চৌধুরী, জাকিরিয়া হোসেন, জেলা নেতৃত্ব অভিজিত দে ভৌমিক, পার্থ প্রতিম রায়, পরেশ অধিকারী সহ অন্যান্য। এদিন নির্বাচনী প্রচার সভায় থেকে একটি নির্বাচনী গান উদ্বোধন করেন প্রার্থী উদয়ন গুহ এবং দেবাংশু ভট্টাচার্য। গানের মাধ্যমে স্লোগান দেওয়া হয়েছে “দিনহাটা নিজের ছেলেকে চায়”। সবশেষে খেলা হবে গানের মধ্যে দিয়ে সভা সম্পন্ন করেন দেবাংশু।