দেশ বিভাগে ফিরে যান

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন জোরালো করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

October 22, 2021 | < 1 min read

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন জোরালো করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। ৩০ অক্টোবর দিল্লি, চেন্নাই এবং কলকাতায় একই সঙ্গে সম্মেলনের ডাক দিয়েছে তারা। সম্মেলনের অ্যাকাডেমিক সেশন বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত একই সঙ্গে দিল্লির গান্ধী পিস ফাউন্ডেশন হল, চেন্নাইয়ের মাপোসি আরাঙ্গাম হল এবং কলকাতার মহাবোধী সোসাইটিতে অনুষ্ঠিত হবে। এগুলিতে বক্তাদের সঙ্গে শ্রোতারাও থাকবেন। আবার বহু বক্তা অনলাইনে বক্তব্য রাখবেন। সবকিছুই সম্প্রচার করা হবে কমিটির ইউটিউব চ্যানেল সহ অন্যান্য মিডিয়ায়। ২১ অক্টোবরের সম্মেলন পুরোপুরি অনলাইনেই হবে।

কমিটির তরফে অধ্যাপক তরুণকান্তি নস্কর জানান, বক্তা হিসেবে ইতিহাসবিদ রোমিলা থাপার, ইরফান হাবিব, ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান সুখদেও থোরাট, প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তী, প্রাক্তন অ্যাডভোকেট জেনালের বিমল চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদদের উপস্থিত থাকার কথা। জাতীয় শিক্ষা নীতি নিয়ে বিভিন্ন মহলে নানা অসন্তোষ রয়েছে। নীতির বেশকিছু দিক নিয়ে যে প্রশ্ন রয়েছে, তা শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা স্বীকারও করেন। তাই এই নীতি বাতিলের দাবিতে বার বার সরব হচ্ছে শিক্ষামহলের একটা বড় অংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#National Education Policy, #All India Save Education Committee

আরো দেখুন