দাঁইহাটে বিজেপি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘর্ষ, নীরব দর্শক দিলীপ ঘোষ
কর্মীদের মধ্যে তীব্র হাতাহাতি হয়, দলের কর্মীদের দ্বারা ভাঙচুর হয় দলের কার্যালয়।
October 22, 2021
|
< 1 min read
Authored By:
Published by: Drishti Bhongi

পশ্চিম বর্ধমানের দাঁইহাট শহরে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার আসার আগে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব চরমে উঠলো। কর্মীদের মধ্যে তীব্র হাতাহাতি হয়, দলের কর্মীদের দ্বারা ভাঙচুর হয় দলের কার্যালয়।
এরপর দিলীপ ঘোষ আসতেই তাঁকে ঘিরে বিজেপি কর্মীদের তীব্র কটূক্তি, ব্যাপক মারামারি শুরু হয়, জেলা সভাপতিকে হেনস্থা করা হয়।
উল্লেখ্য, বেপরোয়া কর্মীদের বাগে আনতে পুলিস দিয়ে লাঠি চার্জ করানোর হুমকি দিলীপের।