দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি

October 22, 2021 | < 1 min read

আজ ত্রিপুরার আমতলীতে তৃণমূলের উপর আবারও হামলার অভিযোগ উঠলো। শুক্রবার ত্রিপুরায় নতুন কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির নাম ‘ত্রিপুরার জন্য তৃণমূল’। আজ সেই কর্মসূচি চলাকালীন সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। প্রচার গাড়ির ওপর বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে থানায় এফআইএর করেছেন তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব । জানা যাচ্ছে বিজেপির এই আক্রমণে আহত হয়েছেন তৃণমূল সাংসদ।

আসল লক্ষ্য ত্রিপুরা বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে ২০২২ সালে ত্রিপুরার পুর ও নগরপালিকা নির্বাচনকেই আপাতত পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল। আর সেই লক্ষ্যেই টানা ১০-১২ দিনের জনসংযোগ যাত্রার সূচনা করল তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের প্রচারের জন্য ত্রিপুরায় পৌঁছে গিয়েছে ‘দিদির দূত’। আর সেই গাড়ি করেই পশ্চিমবঙ্গের জনমুখী কর্মসূচিগুলিকে তুলে ধরা হবে ত্রিপুরার মানুষের কাছে।

সেই সূত্রেই এদিন আগরতলায় মিছিলও করে তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, দলে আসা দীর্ঘদিনের বিধায়ক সুবল ভৌমিকরা।

এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #bjp, #tmc, #Sushmita Dev, #car vandalize

আরো দেখুন