রাজ্য বিভাগে ফিরে যান

পেট্রল- ডিজেলের উর্দ্ধমুখী দাম নিয়ে বিজেপি সরকারকে খোঁচা দেবাংশুর

October 23, 2021 | < 1 min read

আকাশচুম্বী পেট্রল- ডিজেলের দাম নিয়ে বিজেপি সরকারকে টুইটে নিশানা করলেন তৃণমূলের যুবনেতা ও মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

টুইট করে তিনি মজার ছলে লেখেন, তাঁর পছন্দের ক্রিকেট টিম কেমন হবে?

ওপেনিং ব্যাটসম্যান হবেন রোহিত শর্মা এবং পেট্রল। মাঝে খেলবেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ডিজেল এবং কে এল রাহুল। এবং শেষে খেলবেন রবীন্দ্র জাজেদা, রান্নার গ্যাস, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ স্বামী এবং জসপ্রীত বুমরাহ।

যুবনেতার এই টুইটের অন্তর্নিহিত অর্থ হল, টিম ইন্ডিয়ার এই সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের মতোই সেঞ্চুরি হাকিয়েছে দেশে পেট্রল- ডিজেলের দাম।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত ডিজেলের দাম ১০০-র দোরগোড়ায় ঘোরাফেরা করছিল। আজ শনিবার দেশের কয়েকটি রাজ্যে ইতিমধ্যে ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেছে ডিজেলের দামও। ক্রমশ উর্ধ্বমুখী হওয়া জ্বালানির দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের।

কলকাতায় আজ শনিবার পেট্রলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১০৭.৭৮ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম কলকাতায় লিটার প্রতি ৯৯.০৮ টাকা। তবে চেন্নাইতে ইতিমধ্যেই ১০০ ছাড়িয়ে গিয়েছে ডিজেলের দাম। শনিবার লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ১০০.২৫ টাকায়। চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.২২ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #Debangshu Bhattacharya, #Petrol Diesel Price Hike

আরো দেখুন