ভাড়া বাড়ছে না বলে বেসরকারি বাস-মিনিবাস পথে নামার আপাতত সম্ভাবনা নেই
বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবি মানল না রাজ্য। ভাড়া বাড়ছে না ট্যাক্সিরও। একাধিক বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন ‘চড়া হারে’ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। তা নিয়ে জনমানসে বিভ্রান্তি ও বাড়তি খরচের আশঙ্কাও দেখা দিয়েছিল। শনিবার নবান্নে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকারি বাসের ভাড়া বাড়ছে না। বেসরকারি বাসের ক্ষেত্রেও বাড়তি ভাড়া সরকার অনুমোদন করছে না।’’ তিনি জানান, সরকার প্রয়োজনে বাসের সংখ্যা বাড়াবে। এই ঘোষণার পরে আপাতত বেসরকারি বাস ও মিনিবাস পথে নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি।
এ দিন পরিবহণমন্ত্রী জানান, বাসমালিকদের প্রয়োজনীয় পরিকাঠামো এবং কর সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত সরকার। কিন্তু করোনা পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির দাবি মেনে মানুষের উপরে বাড়তি বোঝা চাপাতে রাজি নয়।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘সরকার একতরফা সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ।’’ ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘দীর্ঘ লকডাউনে পরিবহণকর্মী এবং বাস মালিকদের অবস্থা বেহাল। নতুন করে ক্ষতি স্বীকার করে পরিষেবা দেওয়া কার্যত মৃত্যুর সমান।’’
মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন, ‘‘সরকার জ্বালানিতে ভর্তুকি দিক। খরচের বোঝা কিছুটা না-কমলে পরিষেবা দেওয়া মুশকিল।’’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘‘সরকারের উচিত সবার সঙ্গে আলোচনা করে ভাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া।’’