উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে বসছে এবার বাজি বাজার
ময়দানে এবার আর বসছে না বাজিবাজার। বদলে সেটি উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে হবে। শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠকের পর একথা জানালেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। সেই সঙ্গে বাজিবাজারের জন্য প্রয়োজনীয় ফায়ার লাইসেন্সেরও অনুমতি দিয়েছে নবান্ন। বাবলা রায় বলেন, ময়দানে আতশবাজির বাজার করতে গেলে বিরাট খরচ হতো। সেনাবাহিনীকে অনেক টাকা ভাড়াও দিতে হতো। তাই আমরা সেখানে বাজিবাজারের আয়োজন করতে পারছিলাম না। আমরা চেয়েছিলাম, রাজ্য সরকারই একটি জায়গা দিক, যেখানে এই মেলা করা যাবে। রাজ্য সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। এবার রাজ্য সরকারের সহযোগিতায় আমরা সিঁথি সার্কাস ময়দানে ওই মেলা করব। সেই সঙ্গে পুলিস ও দমকলের প্রয়োজনীয় অনুমতিও আমরা দু’বছর ধরে পাচ্ছিলাম না। এবার আশা করছি আমরা তা পেয়ে যাব। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব আশ্বাস দিয়েছেন। লাইসেন্স রিনিউয়াল এবার শুরু হল।