‘‌ত্রিপুরায় ক্ষমতা দখল করে ছাড়ব’‌ বিজেপিকে চ্যালেঞ্জ সৌগতর

এছাড়া আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীদের উপর আক্রমণ করা হয়েছে। এবার তা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়

October 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সদ্য ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এছাড়া আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীদের উপর আক্রমণ করা হয়েছে। এবার তা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

ঠিক কী বলেছেন সৌগত রায়?‌ রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সৌগত রায় বলেন, ‘‌ওরা ভাবছে আক্রান্ত করে আমাদের দমিয়ে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আক্রান্ত হয়েছে। সুস্মিতা দেব আক্রান্ত হয়েছে। তার আগে দোলা সেন আক্রান্ত হয়েছে। এছাড়া আরও যাঁরা গিয়েছিল তারা সবাই আক্রান্ত হয়েছে। এইসব করে বিজেপি তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে পারবে না। আমরা ত্রিপুরা এগোবো শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে ছাড়ব।’‌

শনিবার গোসাবায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ‘‌তিন মাস পর গোয়ায় নির্বাচন। বিজেপিকে হারিয়ে সেখানে সরকার গঠন করব। ত্রিপুরাতে দেড় বছর বাদে নির্বাচন, সেখানেও সরকার গড়ব।’‌ আর আজ একই কথা শোনা গেল সৌগত রায়ের গলায়। অর্থাৎ ত্রিপুরায় ঘুঁটি সাজিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে।

আজ ভারত–পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপ। আপনি কী এই খেলা দেখবেন?‌ জবাবে সৌগত রায় বলেন, ‘‌ভারত–পাকিস্তান ম্যাচে ভারতবর্ষের জেতাটা প্রেস্টিজের ব্যাপার। তাই জিততেই হবে। সবাই আমরা এক্সাইটেড। সুযোগ পেলেই খেলা দেখব।’‌ এই বিশ্বকাপের প্রতিযোগিতায় তিনি ভারতকে অনেক এগিয়ে রেখেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen