লকডাউন ৪: কি খোলা কি বন্ধ?
দেশজুড়ে লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়ানো হল। নির্দেশিকা জারি করে এই কথা জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনডিএমএ। স্বরাষ্ট্রমন্ত্রকও নির্দেশিকা জারি করে জানিয়েছে বিস্তারিত বিধি নিষেধ।
এই দফার লকডাউনে রাজয়গুলিকে বিভিন্ন জোন ঠিক করার ক্ষমতা দেওয়া হয়েছে। কন্টেনমেন্ট জোন বাদে অন্য অঞ্চলে সবরকম কর্মকান্ডের অনুমতিও মিলেছে।
এক নজরে দেখে নিন আজ কি জানালো কেন্দ্রীয় সরকার
বন্ধ থাকবে:
ট্রেন পরিষেবা
আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা
শিক্ষা প্রতিষ্ঠান
মল, মাল্টিপ্লেক্স, শপিং কমপ্লেক্স
মেট্রো রেল পরিষেবা
থিয়েটার, জিম, সুইমিং পুল
হোটেল ও রেস্তোরাঁ
ধর্মীয় স্থান
রাজনৈতিক সমাবেশ
সন্ধ্যা ৭টা থেকে সকাল বাড়ির বাইরে বের হওয়া যাবে না
ছাড় দেওয়া হল এই ক্ষেত্রে (কন্টেনমেন্ট জোন বাদে)
এয়ার এম্বুলেন্স পরিষেবা
সরকারি কাজে ব্যবহৃত হোটেল
সব রকম দোকান (মল বাদে)
স্টেডিয়াম ও স্পোর্ট সেন্টার (দর্শকদের জমায়েত বারণ)
আন্তঃ রাজ্য ও আন্তঃ জেলা যাত্রীবাহী বাস ও যানবাহন যাতায়াত
কন্টেনমেন্ট, বাফার, লাল, কমলা, সবুজ জোন নির্ধারণ করবে রাজ্য সরকার
বিস্তারিত নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার