← দেশ বিভাগে ফিরে যান
লা নিনার প্রভাব, শীত বাড়তে পারে ভারতে
লা নিনার প্রভাবে এবার হাড়কাঁপানো ঠান্ডা পড়তে পারে উত্তর ভারতে। এমনই পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।
এল নিনোর কারণে যেমন পৃথিবীর তাপমাত্রা বাড়ে, লা নিনার ক্ষেত্রে তার ঠিক উল্টো প্রভাব দেখা যায়। এক্ষেত্রে, উল্লেখযোগ্যভাবে কমে যায় পৃথিবীর তাপমাত্রা। নিরক্ষীয় বাতাসের প্রভাবে প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে ঠান্ডা জল উপরে উঠে আছে। ফলে, অতি শীতল পরিবেশের সৃষ্টি হয়। এই শীতল হাওয়াই এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিতে পারে।
লা নিনার প্রভাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে উত্তর ভারতের একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যেতে পারে। ভারত ছাড়াও এশিয়ার যে দেশগুলিতে লা নিনার প্রভাবে শৈত্যপ্রবাহ বইতে পারে, তার মধ্যে রয়েছে চীন, জাপান ও কোরিয়া।