ছটে রাজ্য সরকারের ছুটি ১০, ১১ নভেম্বর

গত দু-তিন বছর ছট পুজোর জন্য দু’দিন করে ছুটি দেওয়া হচ্ছে।

October 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ছট পুজো উপলক্ষে ১০ ও ১১ নভেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগে ঠিক ছিল ৯ ও ১০ তারিখে অফিস বন্ধ থাকবে। সেই নির্দেশিকা পরিবর্তন করে সোমবার জানিয়ে দেওয়া হল, ছট পুজোর জন্য ছুটি থাকবে ১০ ও ১১ নভেম্বর।

গত দু-তিন বছর ছট পুজোর জন্য দু’দিন করে ছুটি দেওয়া হচ্ছে। আগে যারা ওই পুজো করতেন তারাই ছুটি পেতেন। সেইসঙ্গে ছট পুজোর আয়োজনের জন্য আজ মঙ্গলবার বৈঠক হবে। কেএমডিএ ওই বৈঠক ডেকেছে। সেই বৈঠকে পুলিস, পুরসভার কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন।

হাইকোর্টের নির্দেশে রবীন্দ্রসরোবরে ছট পুজো বন্ধ হয়ে গিয়েছে। তার পরিবর্তে যেসব জায়গা ছট পুজোর জন্য চূড়ান্ত করা হয়েছে, আজকের বৈঠকে তা পেশ করা হবে। যাতে নির্বিঘ্নে ছট পুজো হয়, সেজন্য সরকারি স্তরে সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

গঙ্গায় যেসব জায়গায় ছট পুজো হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেএমডিএ’র চেয়ারম্যান তথা পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ছট পুজোর জন্য সবরকম প্রস্তুতি নিতে বৈঠক ডাকা হয়েছে। যাঁরা পুজো করতে চান, তাঁদের জন্য বিকল্প জায়গার খোঁজ করা হয়েছে। আমরা চাই সকলে নির্বিঘ্নে পুজো করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen