রাজ্য বিভাগে ফিরে যান

অবসরকালীন সুবিধা নিয়ে কেন্দ্রীয় ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আলাপন

October 26, 2021 | < 1 min read

অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের (দিল্লি) নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামিকাল শুনানির সম্ভবনা রয়েছে এই মামলার।

আলাপনের দায়ের করা মামলা গত ২২ অক্টোবর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রিন্সিপাল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আলাপন।

গত ২৮ মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অনুষ্ঠিত হয়। যদিও ঘূর্ণিঝড় ‘ইয়াস’ – এর ক্ষয়ক্ষতি সামলানোর জন্য ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রীর ওই সভায় যেতে পারেননি আলাপন।

তার পর গত ১৬ জুন আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মিবর্গ দফতর। ১৮ অক্টোবর প্রাথমিক পর্যায়ের শুনানির জন্য তাঁকে দিল্লি ডেকে পাঠানো হয়। পরে আলাপনের অনুরোধে সেই শুনানি পিছিয়ে ২ নভেম্বর করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া খারিজ করার জন্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চে সম্প্রতি মামলা করেন আলাপন। যার শুনানি ছিল গত ২২ অক্টোবর দুপুর ৩ টার সময়। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। এ বার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হলেন আলাপন।

TwitterFacebookWhatsAppEmailShare

#central government, #calcutta high court, #West Bengal Govt, #Alapan Bandopadhyay

আরো দেখুন