দেশ বিভাগে ফিরে যান

চুপ কেন্দ্র, পেগাসাসকাণ্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন সুপ্রিম কোর্টের

October 27, 2021 | 2 min read

পেগাসাসকাণ্ডের তদন্তে কমিটি গঠন সুপ্রিম কোর্টের। ৩ সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। ‘১ অবসরপ্রাপ্ত বিচারপতি ও ২ সাইবার বিশেষজ্ঞ থাকছেন কমিটিতে। এই মামলার রায় দিতে গিয়ে কমিটি গঠনের কথা জানাল সুপ্রিম কোর্ট।

রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও জবাব দেয়নি কেন্দ্র।ব্যক্তি-গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ।

বেশ কয়েকজন আবেদনকারী সরাসরি পেগাসাসের শিকার। এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রের গুরুদায়িত্ব সতর্ক থাকা। ‘গোপন রাখতে চাইলে নিজেদের থেকেও গোপন রাখা উচিত’.জর্জ অরওয়েলের উক্তি তুলে ধরে মন্তব্য প্রধান বিচারপতির।

এ রাজ্যে বিধানসভা ভোটের পর, এবং সংসদের বাদল অধিবেশনের ঠিক আগে, ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি স্পাইওয়্যার, পেগাসাস ব্যবহার করে ফোন হ্যাকিংয়ের বিষয়টি সামনে আসে। দ্য অয়ার সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, হ্যাকারদের নিশানায় ছিলেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা। প্রশান্ত কিশোরের মতো ভোট স্ট্র্যাটেজিস্ট।৪০ জনের বেশি সাংবাদিক।সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি।দেশের একাধিক নিরাপত্তা এজেন্সির বর্তমান এবং প্রাক্তন প্রধান।কয়েকজন শিল্পপতি ও সমাজকর্মী।

এরপরই আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়ে, একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। পেগাসাস প্রস্তুতকারী ইজরায়েলি সংস্থা এনএসও-র বক্তব্য ছিল, তারা কেবলমাত্র কোনও দেশের সরকার বা সরকারি এজেন্সিকে এই স্পাইওয়্যার বিক্রি করে।

এরপরই বিরোধীরা প্রশ্ন তোলে, তাহলে কি মোদী সরকারই স্পাইওয়্যার ব্যবহার করে তাদের ওপর নজরদারি চালিয়েছে? কেন্দ্রীয় সরকার অবশ্য সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টির রাজনীতিকরণ করা হয়েছে। বিরোধী শিবির কিংবা কোনও স্বাধীন প্রতিষ্ঠানের উপর নজরদারির উদ্দেশ্য তাদের নেই। তবে ইজরায়েলি সংস্থা থেকে কেন্দ্র পেগাসাস কিনেছিল কি না, তার উল্লেখ হলফনামায় ছিল না।

ফোন হ্যাকিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে, তদন্ত কমিটি তৈরি করতে রাজি বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু, প্রধান বিচারপতি এন ভি রমানা জানিয়ে দেন, পেগাসাসকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট নিজেই তদন্ত কমিটি গঠন করবে। তবে পাশাপাশি সর্বোচ্চ আদালত এও বলেছিল যে, অনেক বিশেষজ্ঞই রাজনৈতিক কারণে কমিটির সদস্য হতে চাইছেন না। তাই এই কমিটি গড়া সময়সাপেক্ষ।

১৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়। তারপর থেকে স্থগিত ছিল রায়দান। আজ অবশেষে বহু প্রতীক্ষিত পেগাসাস-মামলার রায় দিল সুপ্রিম কোর্ট।

আজ রায়দানের সঙ্গে সঙ্গেই বিজেপি সরকারকে আক্রমণ করে বিরোধীরা। তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, সংসদের বর্ষাকালীন অধিবেশনে গন্ডগোলের জন্য সরকারপক্ষই যে দায়ী, তা প্রমান হয়ে গেলো।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #supreme court, #union govt, #Pegasus

আরো দেখুন