ভারতীয় হেড কোচের জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়
যাবতীয় জল্পনার অবসান। ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়। চলতি টি-২০ বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তাঁর কোচিংয়ের মেয়াদ যে বাড়বে না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। নতুন কোচের পদে রাহুল দ্রাবিড়ই প্রথম পছন্দ ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির। সেই মতো তাঁকে প্রস্তাব দেওয়া হয়। এই নিয়ে চলতি মাসেই আইপিএলের ফাইনালের আগেই দুবাইয়ে বোর্ড সভাপতি ও সচিব জয় শাহর সঙ্গে দেখা করেন ‘দ্য ওয়াল’। তারপরই ভারতীয় কোচের পদে দ্রাবিড়ের নাম ভেসে ওঠে। পাশাপাশি বোলিং কোচ হিসেবে পরশ মামব্রে ও ফিল্ডিং কোচের পদে অভয় শর্মার নাম প্রস্তাব করা হয়। উল্লেখ্য, এরা দু’জনেই জাতীয় অ্যাকাডেমিতে দ্রাবিড়ের সঙ্গে কাজ করতেন।
এই প্রসঙ্গে মঙ্গলবার বোর্ডের এক কর্তা জানান, ‘ভারতীয় দলের হেড কোচের পদের জন্য দ্রাবিড়ের আবেদনপত্র জমা পড়েছে। মঙ্গলবারই ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। দ্রাবিড়ের কোচিং দলের দুই সদস্য পরশ মামব্রে ও অভয় শর্মা আগেই বোলিং ও ফিল্ডিং কোচের দলের জন্য আবেদন করেছেন।’ সব কিছু ঠিক থাকলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হবে ‘দ্রাবিড়ীয় যুগ’। উল্লেখ্য, টি-২০ ফরম্যাটে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছেন বিরাট কোহলি। তাই ওই সিরিজে অধিনায়কের পদে দেখা যাবে রোহিত শর্মাকে। গত জুলাইয়ে শ্রীলঙ্কায় ভারতের দ্বিতীয় সারির দলের কোচ ছিলেন দ্রািবড়। সেই সময় বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। তাই শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-২০ ও ওয়ান ডে সিরিজের জন্য গড়া হয়েছিল ভারতীয় দল। দ্রাবিড় ছিলেন সেই দলেরই কোচ। তবে এবার পূর্ণ সময়ের জন্য কোচ হতে চলেছেন তিনি।
এদিকে, ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধানের দৌড়ে এগিয়ে ভিভিএস লক্ষ্মণ। তবে হায়দরাবাদের প্রাক্তনীটি যদি রাজি না হন তাহলে অনিল কুম্বলেকেও বাজিয়ে দেখতে পারেন বোর্ডের শীর্ষকর্তারা।