তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরার আদি বিজেপি নেতা
ত্রিপুরায় তৃণমূলে যোগ দিলেন আদি বিজেপি নেতা পরীক্ষিৎ দেববর্মন। প্ৰাক্তন এই বিজেপি নেতা দলের ওপর তিতিবিরক্ত হয়ে আদি বিজেপি নামে নতুন দল গঠন করেছিলেন। বুধবার সেই দল ভেঙে দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। রাজ্যসভা, বিধানসভায় একাধিকবার প্রার্থী হয়েছেন পরীক্ষিৎ দেববর্মন।
২০২৩-এর ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। বাংলায় একুশের নির্বাচনে ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন তৃণমূলের। তিনি দলের সাধারণ সম্পাদক হয়েই ঘোষণা করেন, তাঁর পাখির চোখ ভিনরাজ্যে দলের সংগঠন বিস্তার করা। আক্ষরিক অর্থে দলকে সর্বভারতীয় করে তোলাই তাঁর মূল উদ্দেশ্য। সেইসঙ্গে যে রাজ্যে তাঁরা পা রাখবেন, সেই রাজ্য দখলের টার্গেটই মূল উদ্দেশ্য হবে বলে জানান তিনি। আর তা করেই ছাড়বেন তাঁরা।
এই পরিস্থিতিতে বাংলা জয়ের পরই প্রথম টার্গেট করা হয় ত্রিপুরাকে। ত্রিপুরার মাটি জয়ে অনেকটাই সফল তারা। এখন তাদের টার্গেট গোয়া।