টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল নামিবিয়া

স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না কাইল কোয়ের্টজার

October 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টি-২০ বিশ্বকাপে সুপার-১২-এর পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রিচি ব্যারিংটনে স্কটল্যান্ড ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া। স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না কাইল কোয়ের্টজার।

টি-২০ বিশ্বকাপে এই প্রথম বার মুখোমুখি হল দুই দল। টসে জিতে শুরুতে স্কটদের ব্যাট করতে পাঠিয়েছিলেন নামিবিয়ার অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৯ রান তোলে স্কটল্যান্ড। নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১১০ রান। ৫ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় নামিবিয়া। ৬ উইকেটের বিনিময়ে ১৯.১ ওভারে ১১৫ রান তোলে নামিবিয়া।

স্কটরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচেই জিতে মূল পর্বে পৌঁছেছিল। কিন্তু গত সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ১৩০ রানের ব্যবধানে হেরেছিল রিচি ব্যারিংটনরা। এই ম্যাচেও তাঁদের কপালে জুটল হার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen