পেট্রল, ডিজেলের দাম সেঞ্চুরি পার, আলো নিভিয়ে প্রতিবাদের পথে পেট্রল পাম্প সংগঠন
১০০র গন্ডি পেরিয়ে গিয়েছে পেট্রল, ডিজেলের দাম। হু হু করে দাম বাড়ছে। ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছেন গাড়ি চালকরা। এনিয়ে দেশ জুড়েই প্রতিবাদের আওয়াজ উঠেছে। পেট্রল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে এবার প্রতিবাদের ঝড় উঠছে কলকাতায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও সংলগ্ন এলাকায় পেট্রল পাম্পে আলো নিভিয়ে, আধ ঘন্টা পেট্রল, ডিজেল বিক্রি বন্ধ রেখে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিয়েছে পেট্রল পাম্পগুলি। এর সঙ্গেই অ্যাপ ক্য়াবের চালকরা কলকাতার রাসবিহারী এলাকায় নুন দিয়ে ভাত খেয়ে এদিন প্রতিবাদে মুখর হলেন। ওয়েস্ট বেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন বলেন, বৃহস্পতিলার ডিজেলের দামও ১০০ টাকা পেরিয়ে গেল। এটা কালো দিন। আমরা এনিয়ে প্রতিবাদ জানাতে চাইছি। সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পেট্রল, ডিজেল বিক্রি বন্ধ থাকবে। সেই সময় পেট্রল পাম্পের আলো নিভিয়ে আমরা প্রতিবাদ জানাব।
বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে রাজ্যের প্রায় ৬০০ পেট্রল পাম্প এই প্রতীকী প্রতিবাদে যোগ দেবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে এই প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় পেট্রলের দাম হয়েছে ১০৮ টাকা ৭৯ পয়সা। অন্য়দিকে ডিজেলের দাম হয়েছে ১০০.১৪ টাকা।