দেশ বিভাগে ফিরে যান

শুক্রবার গোয়ায় কখন কোন কর্মসূচি মমতার? দেখে নিন চটজলদি

October 28, 2021 | < 1 min read

তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে গোয়া পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফর শেষ করেই তিনি চলে যান গোয়ায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গোয়ার পানাজি ডাবেলিম বিমান বন্দরে নামেন। সেখান থেকে সড়কপথেই চলে যান হোটেলে। তবে এদিন অবশ্য তাঁর কোনও কর্মসূচি নেই। দলীয় সূত্রে খবর এদিন তিনি হোটেলবন্দি থাকবেন। শুক্রবার সকাল থেকেই গোয়ার নির্বাচনী প্রচারের কাজে নামবেন।

আগামী তিন দিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে সেই রাজ্যে। তিন দিনে একাধিক জনসভা করবেন তিনি।

  • দলীয় সূত্রের খবর শুক্রবার সকাল ১০ টায় গোয়ার তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
  • কালই দুপুর ১২ টায় তিনি যাবেন গোয়ার মাছ বাজারে। সেখানের মৎসব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন তিনি।
  • দুপুর ১ টায় তিনি সাংবাদিক বৈঠক করবেন। বিকেল ৩:৩০- টেয় মঙ্গুয়েসি মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী।
  • ৪ টায় যাবেন নারায়ণী মন্দিরে। তারপর ৪:৩০ টায় যাবেন তপোভূমি মন্দিরে।

গোয়াতে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন যাঁরা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান। তলিকায় রয়েছেন নাফিসা আলি, লাকি আলির মত বিশিষ্টরা। জল্পনা রয়েছে বলিউডের প্রাক্তন অভিনেত্রী বর্ষ উসগাঁওকর ও ডান্স ডিরেক্টর রোমো ফার্নান্ডেসের নাম নিয়েও। আগামিকাল সমাজের বিশিষ্ট মানুষদের সঙ্গে ৫:৪৫- এ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের তরফ থেকে একটি চা চক্র ও মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। তাতে কারা কারা থাকবে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Goa, #Mamata Banerjee

আরো দেখুন