খেলা বিভাগে ফিরে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

October 29, 2021 | < 1 min read

বাংলাদেশের বিরুদ্ধে তিন রানে জয় ওয়েস্ট ইন্ডিজের। শেষ ওভারে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল। ১৪২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু সেটা করতে পারলেন না মাহমুদুল্লাহরা।

শুক্রবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ। ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে রাখাই ছিল মূল লক্ষ্য। ক্যারিবিয়ান দলের হয়ে ক্রিস গেল (৪) এবং এভিন লুইস (৬) ওপেন করতে নেমেছিলেন। দু’জনকেই কম রানে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হাল ধরেন রস্টন চেজ। ৪৬ বলে ৩৯ রান করেন তিনি। টি২০ ক্রিকেটের হিসেবে এই ইনিংস মন্থর হলেও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।

শেষ বেলায় দলকে ১৪২ রানে নিয়ে গেলেন নিকোলাস পুরান। ২২ বলে ৪০ রান করেন তিনি। চারটি ছয় এবং একটি চার মারেন পুরান। দলে যোগ দিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা জেসন হোল্ডারও ৫ বলে ১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান।

বাংলাদেশের হয়ে শুক্রবার ওপেন করতে নামেন শাকিব আল হাসান এবং মহম্মদ নইম। মাত্র ৯ রান করে আউট হয়ে যান শাকিব। নইম ফেরেন ১৯ বলে ১৭ রান করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #West Indies, #T20 World Cup 2021, #Oman Mahmudullah

আরো দেখুন