উৎসবের মরশুমে সুখবর! রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৬০ জন

জিম, শপিং মল, রেস্তরাঁ, সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম, কোচিং সেন্টার-সহ প্রায় প্রতিক্ষেত্রেই ৭০ শতাংশ উপস্থিতির নির্দেশিকা জারি হয়েছে

October 29, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

উৎসবের মরশুমে স্বস্তি। রাজ্যে নিম্নমুখী কোভিড (Covid-19) গ্রাফ। কিছুটা কমল দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট ২ শতাংশ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮২ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। তিলোত্তমায় একদিনে ২৭৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১৬১ জন। তার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ১৪ জন। রাজ্যে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। একদিনে মোট ৮ জনের প্রাণহানি হয়েছে। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে মোট ১৯ হাজার ১১৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার ফলে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৯১ লক্ষ ৩৩ হাজার ৭৫৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২ শতাংশ। করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার পাশাপাশি টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৭ লক্ষ ৯৯ হাজার ৩৮৪ জনের টিকাকরণ হয়েছে। তার মধ্যে ৫ লক্ষ ১৫ হাজার ৩৯৯ জনের প্রথম ডোজ এবং ২ লক্ষ ৮৩ হাজার ৯৮৫ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন (Vaccine) নিয়েছেন।

এদিকে, আগামী ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হবে লোকাল ট্রেন (Local Train)। জিম, শপিং মল, রেস্তরাঁ, সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম, কোচিং সেন্টার-সহ প্রায় প্রতিক্ষেত্রেই ৭০ শতাংশ উপস্থিতির নির্দেশিকা জারি হয়েছে। অন্যান্য দিন নৈশকালীন কড়াকড়ি জারি থাকলেও কালীপুজো এবং ছটপুজোয় রয়েছে ছাড়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen