মাকে হারালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়
জানা গিয়েছে, বহুদিন দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা।
October 30, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

মাকে হারালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, শুক্রবার মাঝরাতে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
জানা গিয়েছে, বহুদিন দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাঁকে শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার গভীর রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌশানির মা। শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিমতলা ঘাটে।