শিলিগুড়ি পুরভোটকে সামনে রেখে ঝাঁপাচ্ছে তৃণমূল, মনিটরিং কমিটিতে নেই গৌতম দেব
শিলিগুড়িতে পুরনির্বাচন নিয়ে সাতজনের মনিটরিং কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার জেলা তৃণমূল নেতারা বৈঠক করে এই কমিটি গঠন করেন। এতে দলের রাজ্য, জেলা ও তিনটি টাউন কমিটির মোট সাতজন প্রতিনিধি রয়েছেন। তবে গুরুত্বপূর্ণ এই কমিটিতে স্থান পাননি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও দলের প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার। স্থানীয় রাজনীতিতে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ বলেন, দলের রাজ্য কমিটির নির্দেশে মনিটারিং কমিটি করা হয়েছে। তবে গৌতমবাবু ও রঞ্জনবাবু সহ দলের বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনা করেই কমিটি সংগঠন বৃদ্ধির কাজকর্ম করবে। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও রঞ্জনবাবু দু’জনেই অবশ্য বলেন, এটা দলীয় বিষয়। এ ব্যাপারে কিছু বলার নেই।