এবার ৫২০ ভরি সোনার গয়নায় সাজছে বোলপুরে কেষ্টর কালী
আড়াই কোটি টাকার সোনার গয়নায় সেজে উঠতে চলেছে বোলপুরে তৃণমূলের জেলা অফিসের কালী-প্রতিমা। প্রতি বছর কালী প্রতিমায় গয়নার পরিমাণ বাড়তে বাড়তে এখন হয়েছে ৫২০ ভরি সোনা। এক সময় ওই পুজো শুরু হয়েছিল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে। এখনও পুজোর রাশ তাঁর হাতে।
বোলপুরে তৃণমূলের জেলা দফতরের ওই কালী পুজোয় প্রতি বারই চমক থাকে। এ বার সেখানকার প্রতিমা সেজে উঠছে পাঁচশো কুড়ি ভরি সোনার গয়নায়। সোনার মুকুট, হার, কানের দুল, হাতের বালা, বাউটি, চূড়, বাজুবন্ধ, নেকলেস, নূপুর-সহ নানা রকমের গয়না রয়েছে ওই কালীর।
এই পরিমাণ সোনার উৎস নিয়ে অনুব্রত জানিয়েছেন, ‘‘আমি দিই না, সকলে দেয়। এ বার ১৭০ ভরির গয়না দেওয়া হবে। আগে ৩৫০ ভরি ছিল।’’ প্রতি বছর বোলপুরে ওই কালী পুজো দেখতে ভিড় জমান অনেকে। কালী প্রতিমার গয়না হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ বার অলঙ্কারের পরিমাণ বাড়ায় সেই আকর্ষণ আরও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে। অনুব্রত অবশ্য বলেছেন, ‘‘প্রতি বার যেমন আয়োজন করা হয় পুজোর তেমন ব্যবস্থা রয়েছে এ বারও।’’
প্রতি বছরই কালী-প্রতিমাকে সোনার গয়না পরান অনুব্রত। তবে গত দু’বছর ধরে পারিবারিক সদস্যের মৃত্যুর জন্য গয়না পরাতে পারেননি কেষ্ট। এ বছর তিনি নিজেই গয়না পরাবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।