নীল সাদায় মমতার ছবি – ফ্যাশনের দুনিয়ায় হিট নতুন টিশার্ট
নীল-সাদায় এক টুকরো কোলাজ। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সঙ্গে গ্রাম বাংলা। রয়েছে বাংলার চিরন্তন সংস্কৃতি। লেখা ‘জয় বাংলা’। ফ্যাশনের দুনিয়ায় এই নয়া টি-শার্ট নজর কেড়েছে যুবক-যুবতীদের। উচ্ছ্বাস পঞ্চাশোর্ধ্বদেরও। যা দেখে ‘রঙিন’ মদন মিত্রও একবাক্যে বলেছেন, ‘ও লাভলি!’
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা প্রশ্নাতীত। বাংলার মানুষ তাঁকে সমর্থন উজার করে দিয়েছেন। ইতিমধ্যেই বাংলায় হ্যাটট্রিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। তাছাড়া ভবানীপুরের মানুষ মমতার ভোট বাক্স ভরিয়ে দিয়ে জানান দিয়েছেন, তাঁরা ‘ঘরের মেয়েকেই’ চান। দেশের একাধিক রাজ্য থেকেও মমতার প্রতি সমর্থন জানিয়ে বার্তা আসছে। বাংলা জয়ের পর মমতা পা রাখছেন একাধিক রাজ্যে। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় রয়েছেন তৃণমূল নেত্রী। নতুন প্রজন্ম যেভাবে মমতার প্রতি আস্থাজ্ঞাপন করছেন, তাতে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। আর এই প্রেক্ষাপটেই দেখা যাচ্ছে, অনলাইনে দেদার বিক্রি হচ্ছে মমতার ছবি দেওয়া টি-শার্ট।
তৃণমূলের জনসভায় মমতার ছবি বিক্রি হতে দেখা যায়। থাকে মমতার ছবি দেওয়া টুপি, চাবির রিং ইত্যাদি। এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে টি-শার্ট। করোনা আবহে অনলাইনে বিক্রিবাটা চলছে। মমতার ছবি দেওয়া ‘জয় বাংলা’ লেখা একটি টি-শার্ট বেশ সাড়া ফেলে দিয়েছে। ওই টি-শার্টে মমতার ছবির সঙ্গেই রয়েছে গ্রাম-বাংলা, বাউল। এর ব্যবস্থাপনায় বাংলার লোকশিল্পের সঙ্গে জড়িত শুভদীপ মিত্র। তাঁর বক্তব্য, ভবানীপুরে ৩০ সেপ্টেম্বর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। ওই ভোটে প্রচার শেষের আগে গত ২৬ সেপ্টম্বর ‘জয় বাংলা’ টি-শার্টটি অনলাইনে তুলে ধরা হয়। মাত্র ক’দিনে ব্যাপক সাড়া মিলেছে। শুধু যুবকরাই নন, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরাও টি-শার্টের অর্ডার দিয়েছেন। এই টি-শার্টের চাহিদা আরও বাড়ছে, তা বলাই বাহুল্য।
তৃণমূল নেতাদের মধ্যে পোশাকের দুনিয়ার মদন মিত্র নতুন ছাপ রেখেছেন। তাঁকে ‘কালারফুল’ তকমা দিয়েছেন মমতা। ‘জয় বাংলা’ টি-শার্ট দেখে উচ্ছ্বসিত তিনি। বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আরও বাড়ছে, তা প্রমাণিত। তৃণমূল নেত্রীর প্রতি আট থেকে আশি— সকলের ভালোবাসাই প্রতিদিন বাড়ছে। যেকারণে মমতার ছবি দেওয়া টি-শার্ট গায়ে জড়াচ্ছেন মানুষজন। শুধুমাত্র ভোট বাক্সে নয়, মনে-প্রাণে মমতাকে গ্রহণ করছেন। অভিনেত্রী তথা বিধায়ক লাভলি মৈত্র বলেছেন, দিদির প্রতি মানুষের ভালোবাসা, আন্তরিকতার প্রকাশ পাচ্ছে টি-শার্টের বিক্রির বহরে। মানুষের মনে মমতা যেভাবে জায়গা করে নিয়েছেন, তা অন্য কেউ নিতে পারবে না।