দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি, কংগ্রেসের ওপর ভরসা করা যাবে না: মমতা

বিজেপিকেও একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

November 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জানবাজারে কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসের সঙ্গে বিরোধের কারণ খোলসা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘শান্তি, সম্প্রীতির পথে চলতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়েছিলাম। গ্যাসের দাম রোজ বাড়াচ্ছিল বলে ইউপিএ ছেড়েছিলাম। আমরা একবার এনডিএ-র সঙ্গে সরকার করেছিলাম। আমরা বলেছিলাম অন্য ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না। কংগ্রেসের উপর নির্ভর করা যাবে না।’

পাশাপাশি বিজেপিকেও একহাত নিয়ে মমতা বলেন, ‘এই লড়াইটা আমরা অনেকদিন ধরে লড়ছি। যারা এভাবে গ্যাস-পেট্রলের দাম বাড়ায় তাঁদের পাশে থাকা যাবে না। বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। ত্রিপুরায় গেলেই মাথা ফাটাচ্ছে, উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেবে না। গোয়ায় আমাকে কালো পতাকা দেখাচ্ছে, গো-ব্যাক বলেছে। দিল্লিতে গেলেও আমার বাড়ির সামনে লোক পাঠিয়ে বিক্ষোভ দেখায়। আমি বলছি তোমাদের বিদায় জানাব। ‘

এদিকে, রাজ্যে এখনও জারি রয়েছে কোভিড নিষেধাজ্ঞা। এই আবহে সোমবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে কালীপুজো, ছটপুজোর রাতে বিধিনিষেধ শিথিল থাকবে। তিনি এও বলেন, ‘সুপ্রিম কোর্ট বলেছে পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। এমন বাজি পোড়াবেন না, যাতে মানুষের অসুবিধা হয়।’

প্রসঙ্গত, এদিন বাজি ফাটানোয় পুরোপুরি নিষেধাজ্ঞার হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরিবেশবান্ধব বাজি ফাটানোয় সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen