রাজ্য বিভাগে ফিরে যান

বিরোধী ঐক্য নিয়ে অধীরকে মোক্ষম জবাব তৃণমূলের

November 1, 2021 | < 1 min read

বিজেপিকে আদতে কারা সাহায্য করছে তা নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগের মোক্ষম জবাব দিল তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি গোয়া সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যেভাবে কমছে, সেভাবে বাড়ছে বিজেপি। তিনি আরও বলেছিলেন, এ রাজ্যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে। সেজন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট কীভাবে সম্ভব!

মমতার সমালোচনার জবাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, যে দল বরাবর তাঁর পাশে ছিল, সেই দলকেই আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর বলেন, এখন মমতা বিরোধী ঐক্যের কথা বলছেন। মমতার উত্তর দেওয়া উচিত, অতীতে বিজেপির সঙ্গে কেন তিনি জোট করেছিলেন, কেন এনডিএ সরকারের মন্ত্রী হয়েছিলেন।

এর জবাবে তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি টুইটে লেখা হয়, ‘কংগ্রেসের বর্তমান নেতারাই বিজেপির সব থেকে বড় রক্ষা কবজ। বাংলায় আমরা ২০০১ সাল থেকে বিজেপির বিরুদ্ধে লড়ছি এবং তাদের হারাচ্ছি। অন্যদের দোষারোপ না করে কংগ্রেসের উচিৎ বিজেপির বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করা বা যাদের বিজেপির বিরুদ্ধে জাতীয়স্তরে লড়াই করার যোগ্যতা আছে তাদের লড়তে দেওয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Congress, #tmc, #Adhir Ranjan Chowdhury

আরো দেখুন