পরপর ম্যাচ হেরে হুমকির মুখে কোহলির পরিবার, পাশে দাঁড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক
নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার। আর সেই হারের পর থেকেই হতাশায় ডুবেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার। আর সেই হারের পর থেকেই হতাশায় ডুবেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2021) পাকিস্তানের পর কিউয়িদের কাছেও অসহায় আত্মসমর্পণ করায় বিরাট কোহলিদের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আর সেই কারণেই এবার হুমকির মুখে পড়তে হল ভারত (Team India) অধিনায়ককে। তবে শুধু কোহলি নন, তাঁর পরিবারকেও ভয় দেখানো হচ্ছে!
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন কোহলিকে তীব্র আক্রমণ করা হচ্ছে। এমনকী তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং মেয়ে ভামিকাকেও দেওয়া হচ্ছে হুমকি। নানা অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে গোটা পরিবারকে। এমন পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। একটা ম্যাচে হারের জন্য তাঁর পরিবারকে টার্গেট করা অনুচিত বলেই মনে করছেন তিনি। তাঁর মতে, বাইশ গজে খারাপ পারফরম্যান্স করলে সব ক্রিকেটারকেই সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু এর জন্য পরিবারের দিকে আঙুল তোলা একেবারেই কাম্য নয়।
সোমবার ইনজামাম বলেন, “শুনলাম কোহলির (Virat Kohli) মেয়েকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। মানুষকে বুঝতে হবে, এটা সামান্য খেলা। অনেক দেশের বিরুদ্ধে আমাদের খেলতে হয়। কিন্তু দিনের শেষে সকলেই তো ক্রিকেটার। কোহলির খেলার সমালোচনা করার সম্পূর্ণ অধিকার রয়েছে আপনাদের। তাঁর ব্যাটিং কিংবা নেতৃত্ব নিয়ে কথা বলুন। কিন্তু পরিবারকে টার্গেট করবেন না।” ইনজামামের গলায় উঠে এসেছে মহম্মদ শামিকে হেনস্তা করার প্রসঙ্গও। বাবর আজমদের কাছে হারায় ধর্মের দোহাই দিয়ে তাঁকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। ইঞ্জি বলেন, “দিন কয়েক আগে এরকই ঘটনা মহম্মদ শামির সঙ্গেও ঘটেছে। হার-জিত খেলারই অঙ্গ। এধরনের ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি।”
এদিকে, ম্যাচের পর কোহলির মন্তব্যে বেশ হতাশ কপিল দেব। বিরাট বলেছিলেন, ‘‘আমরা প্রথম থেকেই কেঁপে গিয়েছিলাম। ব্যাটিং ও বোলিংয়ে আমাদের যতটা সাহসী হওয়ার দরকার ছিল, ততটা হতে পারিনি।’’ এর প্রেক্ষিতেই বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব বলেন, ‘‘কোহলির মতো বড় মাপের ক্রিকেটারের মুখে এ ধরনের মন্তব্য খুব দুর্বল। যদি একজন অধিনায়কের চিন্তাভাবনা এমন হয় এবং একটা দলের শরীরী ভাষা এতটা খারাপ হয়, তাহলে সেই দলকে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। কোহলির কথা শুনে আমি বেশ অবাক হয়েছি। ও এই ধরনের ক্রিকেটার নয়।’