রাজ্য বিভাগে ফিরে যান

উপনির্বাচনে বিপুল জয়, বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মমতার

November 2, 2021 | < 1 min read

বাংলার চার আসনের উপনির্বাচনে ৪-০ ব্যবধানে বিপুল জয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। সেই জয়ের প্রেক্ষিতে টুইট বার্তায় প্রার্থীদের শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা লেখেন, ‘বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন!’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ‘এই জয় জনগণের জয়। কারণ এই জয় দেখায় কীভাবে বাংলা সর্বদা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি!’

কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে ভোট গণনা শুরু হতেই জয়জয়কার শুরু হয় তৃণমূলের। বেলা বাড়তেই ভোটের ব্যবধান বাড়াতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। প্রতিটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। যেই চার আসনে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে, তার দুটি বিজেপির জেতা আসন ছিল। তবে সেই দুটি আসনও বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল।

গোসাবা ও দিনহাটায় রীতিমতো তৃণমূলের ঝড় বয়েছে। দুই আসনেই জয়ের ব্যবধান বিশাল। গোসাবায় প্রায় ১ লক্ষ ৩০ হাজারের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। অপরদিকে দিনহাটায় ১ লক্ষ ৬৩ হাজারের রেকর্ড ব্যবধানে জিতে ৫৭ ভোটে হারার শোধ তোলেন উদয়ন গুহ। অপরদিকে খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীও বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #By Elections 2021

আরো দেখুন