কংগ্রেসের উদ্দেশে সন্ধির বার্তা তৃণমূলের?
কংগ্রেসের উদ্দেশে সন্ধির বার্তা দিল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার দল নেতা ডেরেক ও’ ব্রায়েন আজ একটি বিবৃতি দিয়ে কংগ্রেসের প্রতি দলের অবস্থান এক প্রকার পরিষ্কার করলেন। ডেরেক বলেন, ‘আমাদের মানসিকতা বদলাতে হবে। বিরোধী দল হিসেবে আমাদের অবস্থান এক। একে অপরকে ছোট করে দেখার কিছু নেই। একে অপরের সাথে লড়াই করাও অর্থহীন। আমাদের একটাই লক্ষ্য বিজেপিকে হারানো।’
বেশ কিছুদিন ধরেই তৃণমূল এবং কংগ্রেসের চাপানউতোর অব্যহত। বিরোধী হিসেবে কংগ্রেসের যোগ্যতা নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যে উষ্মা প্রকাশ করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ স্থানীয় নেতাদের। গোয়াতেও কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। পাল্টা বিরোধীতায় নেমেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও।
কিন্তু সেই সুর যে ধীরে ধীরে নরম হচ্ছে এবং রাজ্যের শাসক দল যে কংগ্রেসের প্রতি তাদের অবস্থান বদলাচ্ছে ডেরেকের বিবৃতি থেকে তা স্পষ্ট।