দেশ বিভাগে ফিরে যান

এবার পিএফ অ্যাকাউন্টে বাধ্যতামূলক ই-নমিনেশনও

November 4, 2021 | < 1 min read

পিএফে আধার সংযোগ ইতিমধ্যেই বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার আবশ্যিক হওয়ার পথে ই-নমিনেশনও। পিএফ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ক্লেম পেতে গেলে ই-নমিনেশন করতেই হবে। না হলে হরেক জটিলতায় ফাঁসতে পারেন পিএফ গ্রাহক। কোনওভাবে গ্রাহকের প্রাণহানি হলে, আর ই-নমিনেশন করা না থাকলে সমস্যায় পড়তে হতে পারে পরিবারকে। 


এরাজ্যে যাঁরা পি এফ অ্যাকাউন্টে মাসে মাসে টাকা জমা করেন, তাঁদের সংখ্যা প্রায় ২৭.২৬ লক্ষ। এর মধ্যে ই-নমিনেশন হয়েছে মাত্র ৮৯ হাজারের। নমিনেশন জমার পর, তার ই-সাইন বাকি থেকে গিয়েছে ৬৫ হাজার ২০০ জনের। ই-নমিনেশন জমা করার উদ্যোগ নিয়েছেন প্রায় ৬৫ হাজার। পিএফ অ্যাকাউন্ট খোলার সময় প্রত্যেককেই নমিনির নাম জমা করতে হয়। যাঁরা নতুন করে পিএফ অ্যাকাউন্ট খুলছেন, তাঁদের যেমন এখন ই-নমিনেশন জমা করতে হবে, তেমন পুরনো গ্রাহকদেরও সেই কাজ করতে হবে। এক্ষেত্রে নমিনির নামও বদলানোর সুযোগ থাকবে। পশ্চিমবঙ্গ, আন্দামান, ও সিকিমের দায়িত্বপ্রাপ্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি হিসেবে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর আওতায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তারই একটি অংশ হল, পিএফ গ্রাহকদের ই-নমিনেশনে জোর দেওয়া। সরকার চাইছে, গ্রাহকের ক্লেম সহজে মেটানো হোক। সেক্ষেত্রে ই-নমিনেশন জরুরি। আমরাও সেই কাজে যথেষ্ট জোর দিচ্ছি। কর্মদাতা সংস্থাগুলিকেও অবগত করছি। গ্রাহক নিজেই ই-নমিনেশন ফাইল করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#EPFO, #e nomination

আরো দেখুন