রাজ্য বিভাগে ফিরে যান

সুব্রতর প্রয়াণে টুইটের ইংরেজি নিয়ে দিলীপকে খোঁচা তথাগতর

November 6, 2021 | < 1 min read

দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আগেই। উপনির্বাচনের ফলাফলে একবারে ধরাশায়ী হওয়ার পর তথাগত রায়ের সেই সুর একেবারে সপ্তমে চড়েছে। এমনকী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর শোকবার্তা জানিয়ে ইংরাজিতে টুইট করেছিলেন দিলীপ ঘোষ। সেই টুইট নিয়েও কটাক্ষ করেছেন তথাগত রায়। দিলীপ ঘোষের সেই টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, এ হেঃ…ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না? তার নীচেই তিনি দিলীপ ঘোষের লেখা শোকবার্তাটা তুলে ধরেছিলেন। তবে তাৎপর্যপূর্ণভাবে পরবর্তীতে তথাগত রায় সেই টুইটটি মুছেও দেন। এনিয়েও বিজেপির অন্দরে জলঘোলা শুরু হয়েছে। দিলীপ ঘোষের এই টুইটকে রিটুইট করেই তীব্র কটাক্ষ করেছিলেন তথাগত রায়। 

তবে এবারই প্রথম নয়, বার বারই দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তথাগত রায়। মমতাকে নিশানা করে দিলীপ ঘোষের বারমুডা প্রসঙ্গ উত্থাপন করা যে এবারের ভোটে বিজেপির ক্ষতি করেছে সেকথাও উল্লেখ করেছেন তথাগত। এনিয়ে ফেসবুকে তিনি পোস্টও করেছিলেন। এনিয়ে বিজেপির অন্দরে নানা কথা উঠতে থাকে। সেই রেশ ফুরিয়ে যাওয়ার আগেই ফের সেই দিলীপকে কটাক্ষ তথাগতর, ইংরেজিটা কেউ দেখে দিতে পারে না? অনেকেরই প্রশ্ন, শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এবার কী তবে দলের প্রাক্তন রাজ্য সভাপতির পড়াশোনার মান নিয়েও প্রশ্ন তুলছেন তথাগত। তবে মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বিতর্ক বাড়তে পারে সেকথা আঁচ করেই তিনি পোস্টটি ডিলিটও করে দেন।  অন্য়দিকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধেও বার বার তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তথাগত। এবার ফের নতুন কী অপেক্ষা করছে তথাগতর তরফে সেদিকেই নজর নেট নাগরিকদের। 

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #tathagata roy

আরো দেখুন