বিবিধ বিভাগে ফিরে যান

ভাইফোঁটায় কেন দেওয়া হয় দই -চন্দন কাজলের ফোঁটা? জেনে নিন

November 6, 2021 | < 1 min read

বাঙালিদের বিভিন্ন উৎসবের মধ্যে, ভাইফোঁটা (Bhai Phonta) অন্যতম গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব।

ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্ ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই – দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাঁদের মঙ্গল কামনা করেন। কিন্তু জানেন এই তিনটি জিনিসের ফোঁটা দেওয়া হয়? আসুন জানা যাক…

ভাইয়ের কপালে দই -চন্দন -কাজলের ফোঁটা

বিশ্বাস করা হয়, কপালে চন্দনের টিপ মস্তিষ্ক ঠান্ডা রাখে। সেই সঙ্গে রয়েছে এর আরও গুণ। একাগ্রতা বাড়ানো, মন শান্ত করার পাশাপাশি ধৈর্য শক্তি বাড়ায় চন্দনের টিপ। বিভিন্ন হিন্দু অনুষ্ঠানে দেখা যায়, ভক্তদের কপালে চন্দনের টিপ বা তিলক। আসলে এর ফলে ঈশ্বরের প্রতি মন নিবিষ্ট রাখা যায়। চন্দনের এই গুণের জন্যই প্রাচীনকালে মুনি- ঋষিরা কপালে তিলক আঁকতেন।

মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা উদযাপিত হয়। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ। তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও উদযাপিত হয় ভাইফোঁটা।

ভাইফোঁটা ২০২১ -র দ্বিতীয়া তিথি

  • ভ্রাতৃ দ্বিতীয়া – ৬ নভেম্বর (১৯ কার্তিক), শনিবার।
  • দ্বিতীয় শুরু – ৫ নভেম্বর রাত ১১টা ১৪ মিনিট।
  • দ্বিতীয়া শেষ – ৬ নভেম্বর সন্ধে ৭টা ৪৪ মিনিট।
  • ফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ সময় – ৬ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩টে ২১ মিনিট পর্যন্ত।

ভাইফোঁটার মন্ত্র

“দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা,
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দই আমার ভাইকে ফোঁটা,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhaiphota

আরো দেখুন