← রাজ্য বিভাগে ফিরে যান
ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ভাই ও বোনেদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উৎসব শুরু হয়েছে সেই যে এখনো চলছে। একে একে আসছে। উৎসবের মেজাজে গোটা ভারত। দীপাবলি শেষে আজ ভাই ফোঁটা। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা হয়ে থাকে। ভারতের অনেক অঞ্চলে এই উৎসব ভাইদুজ নামে পরিচিত। নেপাল এবং দার্জিলিং -এ এই উৎসবের নাম ভাইটিকা। উল্লেখযোগ্য যে, ভাইফোঁটা নিয়ে অনেক মত প্রচলিত আছে এবং সবচাইতে প্রচলিত মতটি হল, মৃত্যুর দেবতা যম এদিন ফোঁটা নিয়েছিলেন বোন যমুনার থেকে।
ভাইফোঁটা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “সকলকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। ভাই ও বোনের মধ্যে এই বিশেষ বন্ধন সর্বদা আরও বেশি উৎসাহ এবং ভালবাসার সাথে পালিত হোক।”