উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারের মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

November 8, 2021 | 2 min read

আগামী বৃহস্পতিবার কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রী পুজো শুরু হবে। কোচবিহার রাজ পরিবারের সূচনা করা এই জগদ্ধাত্রী পুজো প্রতিবছরই প্রথা মেনে করা হয়। মদনমোহন মন্দির প্রাঙ্গণে থাকা কাঠামিয়া মন্দিরে এই পুজো হয়। পুজোর আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় দেবীর অধিবাস হবে। মদনমোহন মন্দিরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমী, এই তিনদিন ভিন্নভিন্ন বলির প্রচলন আছে। নবমীতে ব্রাহ্মণ ও কুমারী ভোজনের আয়োজন করা হয়।

মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রীপুজোর সময় কোচবিহারের দেবীবাড়িতে থাকা বড়দেবীর মন্দিরে বামাপুজো হয়। এই পুজোর মধ্যে দিয়ে বড়দেবীর পুজোর সমাপ্তি হয়। জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন বামাপুজো করা হয়। কোচবিহারের মদনমোহন মন্দিরের এই জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বংশপরম্পরায় একটি পরিবার তৈরি করে আসছে। পুজোর আগে তৈরি করা প্রতিমা মদনমোহন মন্দির প্রাঙ্গণে থাকা কাঠামিয়া মন্দিরে নিয়ে আসা হয়। মদনমোহন মন্দিরে মহাসমারোহে এই পুজোর আয়োজন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মদনমোহন মন্দিরের রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, নির্দিষ্ট নিয়ম মেনে রাজআমল থেকে মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। এবারও পুজোর সমস্তরকম প্রস্তুতি শুরু হয়েছে। জগদ্ধাত্রীপুজোর অষ্টমীর দিন বড়দেবীর মন্দিরে ঐতিহ্য ও প্রথা মেনে বামাপুজো হবে।

জগদ্ধাত্রী পুজোর আগে ষষ্ঠীর সন্ধ্যায় মাকে অধিবাসের মাধ্যমে আহ্বান জানানো হয়। এখানে জগদ্ধাত্রী চতুর্ভুজা। এখানে জগদ্ধাত্রী বাঘের উপরে বসে থাকেন। তার নীচে হস্তিরূপী অসুরকে মা বধ করছেন। মায়ের সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী থাকেন। মহাসপ্তমীতে নিয়ম মেনে সকালে পুজো শুরু হয়। মহাষ্টমীতে এখানে ত্রিকাল পুজো হয়। অর্থাৎ তিনবার পুজো হয়। সকাল ৬টা থেকে ১০টার মধ্যে প্রথম পর্যায়ের পুজো হয়। এরপর ১০টা থেকে বেলা ২টোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের পুজো হয়। এরপর দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তৃতীয় পুজো হয়। মাঝে যে পুজো হয়, তাতে মা’কে অন্নভোগ উৎসর্গ করা হয়। তিনদিনের পুজোতেই বলির প্রচলন রয়েছে। প্রথম দু’দিন পায়রা ও নবমীর দিন পাঁঠাবলি হবে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। কোচবিহারের গুঞ্জবাড়িতে জগদ্ধাত্রী প্রতিমা বানানো হচ্ছে। জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন দেবীবাড়িতে বামাপুজো হবে। ঘট বসিয়েই এই পুজো করা হয়। মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রী পুজোর দিন অষ্টমীর পুজো শুরু হওয়ার পর দেবীবাড়িতে বড়দেবীর মন্দিরে বামাপুজো শুরু হয়। সেখানে মহাস্নান, বিশেষ পুজো, পুজো শেষে ভোগ নিবেদন করা হয়। এখানেও যজ্ঞ ও বলির প্রচলন রয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#cooch behar, #Madan Mohan Temple, #Jagadhatri Puja

আরো দেখুন