মমতা বন্দ্যোপাধ্যায়ই ধরে ফেলেছিলেন নোট বাতিলের ‘ছক’, মোদীকে কটাক্ষ ডেরেকের

সেই সময়ে মমতা বলেন, ভোটের সময় বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসার দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।

November 8, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

নোট বাতিলে যে ঠিক কি ঘটতে চলেছে তা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ই বুঝতে পেরেছিলেন। নোট বাতিলের পাঁচ বছর পূর্তিতে ফের একবার মোদী সরকারকে তোপ ডেরেক ও ব্রায়েনের। ঠিক পাঁচ বছর আগে এমন একটা সন্ধ্যাতে হঠাত করেই ৫০০ এবং হাজার টাকার নোট বাতিল করে দেওয়া হয়।

কালো টাকার উপর স্ট্রাইক চালাতেই নাকি এই সিদ্ধান্ত ছিল! এমনটাই দাবি করা হয় মোদী সরকারের। কিন্তু এই সিদ্ধান্তে কার্যত নড়েচড়ে যায় দেশের অর্থনীতির ভীত। আর এই সিদ্ধান্তের ঠিক পাঁচ বছরের মাথায় বিরোধীদের প্রশ্ন। আদৌও কি কালো টাকা ফেরাতে পেরেছে মোদী সরকার?

সোমবার সকালে ২০১৬ সালে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক টুইটকে ফের একবার সামনে এনে মোদী সরকারকে বিঁধলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক। যে পাঁচটি টুইট তুলে এনেছেন ডেরেক প্রত্যেকটিতে এই সিদ্ধান্তের জন্যে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নোট বাতিল ঘোষনার এক ঘন্টার মধ্যে প্রথম টুইট করেন তিনি। বলেন, ভংকর এই সিদ্ধান্ত অবিলম্বে তুলে নেওয়ার প্রয়োজন। দ্বিতীয় টুইটে মোদী সরকারের এই সিদ্ধান্তকে নাটক বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, ব্যথতা থেকে মুখ ঘোরাতেই এই সিদ্ধান্ত মোদীর বলেও তীব্র আক্রমণ শানান মমতা।

এই বিষয়ে সেই সময়ে মমতা বলেন, ভোটের সময় বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসার দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। আর তা না করতে পারাতেই এই সিদ্ধান্ত বলে দাবি রাজ্যের প্রশাসনিক প্রধানের। মোদী সরকারের এই সিদ্ধান্তে সবথেকে বড় সমস্যার মধ্যে পড়ে সাধারণ দিনআনা মানুষগুলি। ছোট ব্যবসায়ী, সাধারণ মানুষ আগামীকাল কি খাবে তা না ভেবেই এই সিদ্ধান্ত বলেও তোপ দেগেছিলেন তিনি।

তবে মমতা স্পষ্ট জানিয়েছিলেন যে কালো টাকার ফেরত আনাটা প্রয়োজন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটাও প্রয়োজন। তবে পদ্ধতি নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই বিষয়টিকে ফের একবার তুলে ধরে মোদী সরকারকে তোপ ডেরেক ও ব্রায়েনের। শুধু ডেরেক ও ব্রায়েন নয়, নোট বাতিলের পাঁচ বছরে মোদী সরকারকে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। #DemonetisationDisaster হ্যাশট্যাগ দিয়ে মোদী সরকারের এহেন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তিনি।

মোদী সরকারের কাছে তাঁর স্পষ্ট প্রশ্ন, যে উদ্দেশ্যে নোট বাতিল হয়েছিল তা কি সফল হয়েছে। কত কালো টাকা এসেছে তা নিয়েও মোদী সরকারকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রিয়াকা। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১৬ সালে রাজ্যসভায় দেওয়া একটি ভাষণে নোটবন্দীকরণকে একটি “বিপর্যয়” বলে অভিহিত করেছিলেন। জনগণকে ভোগান্তির জন্য সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে দোষারোপ পর্যন্ত করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen