১৫ আগস্ট থেকে OTT-তে শুরু একঝাঁক টলি তারকার ছবি, মুখ্য আকর্ষণ কারা?

এবার টলিউডের প্রথমসারির জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যাবে এই প্ল্যাটফর্মেই।

August 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দর্শকদের মধ্যে দিন দিন বাড়ছে OTT প্ল্যাটফর্মে সিরিজ, সিনেমার জনপ্রিয়তা। এবার টলিউডের প্রথমসারির জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যাবে এই প্ল্যাটফর্মেই।

এবার দর্শকের অনুরোধে প্রতি মাসে ৯-এর দশকের ব্লকবাস্টার ছবি দেখা যাবে এই প্ল্যাটফর্মে, সৌজন্যে ক্লিক। ১৪ বছর আগের সোনালি দিনের জিৎ, কোয়েল মল্লিক, দেবের ছবিতে নতুন করে সেজে উঠতে চলেছে OTT প্ল্যাটফর্মে। ক্লিকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে দেখানো হবে “নীল আকাশের চাঁদনি”। প্রধান আকর্ষণ জিৎ, কোয়েল মল্লিক, যিশু সেনগুপ্ত। এছাড়াও তালিকায় রয়েছে বাবা কেন চাকর, চৌধুরী পরিবার, রক্তের স্বাদ, ছোট বৌ, নটী বিনোদিনী-এর মতো ছবি।

ক্লিকের তরফ থেকে জানানো হয়েছে, ৩৫ বছর পুরাতন শব্দকুমার পরিচালিত প্রসেনজিত চট্টোপাধ্যায় অভিনীত ‘জ্যোতি’ ছবিটিও দেখা যেতে পারে OTT প্ল্যাটফর্মে। এই ছবিতে মুখ্য চরিত্রে প্রসেনজিত ছাড়াও ছিলেন নায়িকা অনুরাধা প্যাটেল। কিশোরকুমার, মহম্মদ রফির বিখ্যাত গানে জমজমাট ছিল এই ছবিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen