‘এমন একটি দেশ যারা নিজের দেশে গণহত্যা চালায়’, UN-এ পাকিস্তানকে তোপ ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: এবার রাষ্ট্রসংঘে (UN) পাকিস্তানের বিরুদ্ধে আবারও সরব হল ভারত। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফের কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব হয় পাকিস্তান (Pakistan)। পাল্টা পাকিস্তানের আসল রূপ বিশ্বের সামনে তুলে ধরল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি জানান, ‘পাকিস্তান হল এমন একটি দেশ যারা নিজের দেশের জনগণের উপর বোমা ছোড়ে, গণহত্যা চালায়।’ ৭১-র প্রসঙ্গেও পাকিস্তানকে একহাত নেন ভারতের প্রতিনিধি। বলেন, ‘এটা সেই দেশ যারা সেনা অভিযানের নামে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল।’
ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ বলেন, “প্রতি বছর পাকিস্তান ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে মিথ্যা সমালোচনা করে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে! পাকিস্তান বার বার জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করে, কিন্তু বলে না যে তারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। অথচ এই পাকিস্তান হল এমন একটি দেশ যারা নিজেদের জনগণের উপর বোমা হামলা করে। গণহত্যা চালায়। আর তা ঢাকতেই বিশ্বের সামনে কাশ্মীরের গান গায়।”
হরিশ আরও বলেন, “পাকিস্তান হল এমন দেশ যারা নিজের দেশের মানুষকে নৃশংসভাবে গণহত্যা করে। ১৯৭১ সালে এরা অপারেশন সার্চলাইটের মাধ্যমে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। পাকিস্তানের এই গণহত্যা আজ গোটা বিশ্বের সামনে স্পষ্ট।”