EC দপ্তরে যাবেন ১০ সাংসদের প্রতিনিধি দল, নামের তালিকা লিখে কমিশনকে চিঠি তৃণমূলের

November 25, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: আগামী শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) দপ্তরে পাঁচ নয়, তৃণমূলের (TMC) ১০ জন সাংসদ উপস্থিত থাকবেন। ভার্চুয়াল বৈঠকে যেমন ঘোষণা করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সেই অনুযায়ী মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিয়ে সাংসদদের নাম জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

চিঠিতে ডেরেক জানিয়েছেন, শুক্রবার কমিশনের সঙ্গে দেখা করতে যাবেন শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশচিক বরাইক এবং তিনি নিজে। যদিও কমিশন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়ে জানিয়েছিল, তৃণমূলের পাঁচ জন প্রতিনিধির সঙ্গে তারা দেখা করবে। শুক্রবার সকাল ১১টায় বৈঠকের সময়ও নির্ধারণ করা হয়েছিল।

কমিশনের তরফে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা সব সময়েই গঠনমূলক আলোচনায় আগ্রহী। ডেরেক ও’ব্রায়েনের অনুরোধের ভিত্তিতেই এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে ১০ জন সাংসদের নাম পাঠানোয় বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দু’বার মুখ্য নির্বাচন কমিশনারকে (Election Commissioner) চিঠি দিয়েছেন। গত সপ্তাহে লেখা চিঠিতে তিনি এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানান। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে, যার ফলে অতিরিক্ত চাপের কারণে একাধিক বুথ লেভেল অফিসার (BLO) অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। সোমবারের চিঠিতে কমিশনের দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, কমিশন কি কোনও বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে? পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন ভবনকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েও সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবার দলীয় বৈঠকে কমিশনের সঙ্গে দেখা করার বিষয়টি স্পষ্ট করেছিলেন। তিনি ১০ জন সাংসদের নামোল্লেখ করে তাঁদের স্মারকলিপি জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, গত ২০ দিনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূল (TMC) যে অভিযোগ জানিয়েছে, তার কোনও পদক্ষেপ হয়নি কেন, তার জবাবও চাইতে বলেন। অভিষেক আরও নির্দেশ দেন, যে বিএলওরা কমিশনের দায় চাপিয়ে আত্মঘাতী হয়েছেন, তাঁদের সুইসাইড নোটও দিল্লিতে নিয়ে যেতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen