‘সন্ধান চাই’, কল্যাণীর বিজেপি বিধায়ককে নিয়ে পোস্ট ভাইরাল

কিছু পরে অবশ্য তিনি পোস্টটি ডিলিট করে দেন। স্বাভাবিকভাবেই এই পুরো ঘটনায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

May 24, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

কল্যাণী (kalyani) বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) বিধায়ক অম্বিকা রায়কে মানুষের দুঃখের দিনে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটি ফেসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। বিধায়কের হাত জোড় করা ছবি দেওয়া এই পোস্ট অনেকেই নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেন। এমনকী কল্যাণীর এক বিজেপি সমর্থকও পোস্টটি শেয়ার করেন। কিছু পরে অবশ্য তিনি পোস্টটি ডিলিট করে দেন। স্বাভাবিকভাবেই এই পুরো ঘটনায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

এই বিষয়ে বিধায়ক বলেন, লকডাউনে আমার সিকিউরিটি সহ কয়েকজন লোক নিয়ে বাইরে বের হলে বিধিভঙ্গ হবে। তাই আপাতত ঘরে বসেই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। করোনার জন্য এখনও পর্যন্ত কোনও সরকারি ত্রাণ আমার কাছে এসে পৌঁছয়নি। আমার দলের অনেকে এখনও ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরানোর চেষ্টাও করছি। তাছাড়া আমার বিরুদ্ধে এর আগেও অনেক ফেসবুক পোস্ট হয়েছে। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে।

গত ৭ তারিখ বিধানসভায় শপথ নেওয়ার পরের দিন আক্রান্ত এক বিজেপি সমর্থকের বাড়িতে তাঁকে দেখা যায়। নিজের ফেসবুক ওয়ালে সেটি তিনি পোস্ট করেন। তারপর থেকে কল্যাণী বিধানসভা এলাকার কোন ছবি ওই পেজে পোস্ট করা হয়নি। যদিও নির্বাচনের আগে নিয়মিত তাঁর প্রচারের ছবি পোস্ট করা হতো ওই ফেসবুক পেজে। এদিকে কল্যাণী বিধানসভা এলাকায় ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। বাসিন্দাদের একাংশের দাবি, মুমূর্ষু রোগীদের সেবায় তৃণমূলের ‘আপনজন’ ও সিপিএমের ‘রেড ভলান্টিয়ার্স’ সহ একাধিক সংগঠন দিনরাত কাজ করে গেলেও বিজেপি বিধায়ক বা তাঁদের সমর্থকদের সেভাবে ময়দানে নামতে দেখা যায়নি। এরপর সামনেই যশ ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। এই অবস্থায় বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেন, বিজেপিকে ভরসা করেও লাভ নেই, বিশ্বাস করেও লাভ নেই। এটাই তার প্রমাণ। কোথাও মারামারি হলে সেখানে তিনি দলবল নিয়ে ছুটে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একজন করোনা আক্রান্ত মানুষের সেবায় তাঁকে দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক রূপম বন্দ্যোপাধ্যায় বলেন, সোশ্যাল মিডিয়ার প্রচারে আমরা বিশ্বাস করি না। এই ধরনের ফেসবুক পোস্টের কোনও ভিত্তি নেই, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen